Description
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি সিরাজ আলী
পঞ্চম শ্রেণী
প্রচন্ড মেধাবী এবং দুরন্ত হওয়ায় সিরাজের বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলেকে ডাক্তার বানাবেন। সেই থেকে ছেলের প্রতি বাড়তি খেয়াল শুরু করেন আনারুল ও সারমিন বেগম। লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে কৃষক বাবার চোখে যেন ঘুম নেই, অভাবের সংসারে দিন রাত পরিশ্রম করে স্বপ্ন দেখতেন একদিন তাদের ছেলে ডাক্তার হয়ে পরিবারের অভাব দুর করবে। হঠাৎ একদিন আনারুলের সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্ন হয়ে উঠলো, জানতে পারলেন তিনি ক্যান্সারে আক্রান্ত। দুশ্চিন্তায় ভীষণ ভাবে ভেঙ্গে পড়লে তার কদিন পরেই তার স্ট্রোক হয়, এবং পরিবার, সন্তানসন্ততি রেখে চিরদিনের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয় আনারুল।
স্বামীর প্রস্থানের পর তিন সন্তানকে নিয়ে অবহেলা, অনাহার, অনাদরে জীবন কাটে সারমিন বেগমের। অভাবের তাড়নায় এগারো বছরের বড় সন্তান সারওয়ালকে কাজে পাঠান তিনি। সিরাজের ডাক্তার হওয়ার স্বপ্ন মুহূর্তে ভেঙ্গে পড়ে। এমতাবস্থায় সারমিন বেগমের পাশে এশে দাঁড়ায় এপিপি। সিরাজের লেখাপড়ার দায়দায়িত্ব নিয়ে বটবৃক্ষ হয়ে পাশে থাকার ওয়াদাও করে তারা, এবং সবকিছু আবারও ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস যোগান দেয় পরিবারটির। এপিপির এই যাত্রায় শামিল হতে অর্থের কুরবানি করুন। অসহায় শিশুদের অনাগত ভবিষ্যৎ গড়তে সহযোগিতার সুদৃঢ় হাত বাড়িয়ে দিন। আপনার প্রসারিত হাত হোক পরবর্তী প্রজন্মের জন্য আশীর্বাদ, আপনার দান হোক পরবর্তী প্রজন্মের জন্য ভবিষ্যৎ।
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠান: ১১৫ নং গুপ্তমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
ব্যক্তিগত তথ্যাবলী
মো সিরাজ আলী
পিতা: মৃত আনারুল ইসলাম
পিতার মৃত্যু: ০২ মে ২০২০
মাতা: শারমিন বেগম (গৃহিণী)
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
Reviews
There are no reviews yet.