শিক্ষা ও যুব উন্নয়ন কার্যক্রম

তরুণদের শারীরিক,মানসিক,নৈতিক ও মনোজাগতিক সুস্থতা ও তাদের কার্যকর ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে দেশ ও মানবতার প্রয়োজন পূরণই এ কার্যক্রমের লক্ষ্য।

পরিচালিত শিক্ষা ও যুব উন্নয়নমূলক কার্যক্রমসমূহ:

  • বৃত্তি (আন্ডার গ্রাজুয়েট, পিএইচডি, মেডিকেল)
  • শিক্ষা উপকরণ বিতরণ
  • বস্তিবাসি স্কুল
  • ইভিনিং ইসলামিক স্কুল
  • হিফজ খানা
  • ওয়ামী একাডেমীসমূহ
  • ট্রেনিং ক্যাম্প/ শিক্ষক প্রশিক্ষক/প্রোগ্রামসমূহ-তালিমুল ক্বোরআন
  • আন্ডার স্ট্যান্ডিং ক্বোরআন/ভিসি প্রোগ্রাম/ইয়ুথ একটিভিটিজ
  • উপ আনুষ্ঠানিক শিক্ষা
  • কারিগরী প্রশিক্ষণ- সেলাই মেশিন/ মহিলা কার্যক্রম
  • ইমাম প্রশিক্ষণ
  • বই প্রকাশনা