বায়তুল আমান জামে মসজিদ এপিপি-এম-২১-০১-০২-৪৪৫
মসজিদের বিবরণ
গ্রাম: খেনপাড়া, ইউনিয়ন: বড়গাঁও, ডাকঘর: কে, কে বাড়ী, উপজেলা: সদর জেলা: ঠাকুরগাঁও
- জমির পরিমান : ০৭ শতক
- আয়তন : (৪২X ৩২’) = ১৩৪৪ বর্গফুট
- মুসল্লী ধারণ ক্ষমতা : ১৭০ জন (প্রায়)
- জিপিএস লোকেশন : 26°09′9″N 88°29′23.6″E
মসজিদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসমূহ
- সিলিং ফ্যান : ১০ টি
- বৈদ্যুতিক লাইট : ১৪ টি
- মাইক সেট : ০১ টি
- হর্ণ : ০২টি
- কার্পেট : ১০ টি
- বই রাখার সেলফ : ০২ টি
- ওজু করার আসন : ১২ টি
- বাথরুম : ০৩ টি
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জনপদ ঠাকুরগাঁও জেলার বড়গাঁও ইউনিয়নের খেনপাড়া গ্রামের মহল্লাটিতে প্রায় দুই হাজার লোকের বসবাস এবং প্রায় সকলেই মুসলমান। গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর ও নিম্ন আয়ের। মসজিদে গিয়ে নামাজ আদায়ের আকাংখা থেকে এলাকাবাসী ৫ বছর পূর্বে টিন ও চারপাশে বাঁশের বেড়া দিয়ে একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করেন। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি কোমলমতি শিশু-কিশোররা প্রতিদিন নিয়মিত কুরআন শিক্ষা নিতে মসজিদে আসে। জরুরি হলেও আর্থিক সামর্থের ঘাটতির কারণে এলাকাবাসির পক্ষে ভগ্নপ্রায় মসজিদটি নতুন ভাবে নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। তদুপরি আগত মুসল্লিদের অজু ও পবিত্রতা অর্জনের জন্য ছিল না ভাল কোন ব্যবস্থা। মসজিদটি সরেজমিনে পরিদর্শনকালে এলাকাবাসী মসজিদটি স্থায়ীভাবে নির্মাণের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরবর্তীতে অস্থায়ী কাঠামোর মসজিদটিকে অযুখানা, শৌচাগার ও অন্যান্য সুযোগসুবিধা সম্বলিত ১০০ বর্গমিটারের একটি স্থায়ী মসজিদে রূপান্তর করা হয়।