গোগর মাঝাটোলা আব্দুল হামিদ জামে মাসজিদ এপিপি-এম-২১-০১-০৪-৪৪৭
মসজিদের বিবরণ:
গ্রাম: গোগর মাঝাটোলা, ইউনিয়ন: ৪নং লেহেম্বা, ডাকঘর: গোগর হাট, উপজেলা: রাণীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও
- জমির পরিমান : ০৫ শতক
- আয়তন : (২৮X ২০’) = ৫৬০ বর্গফুট
- মুসল্লী ধারণ ক্ষমতা : ১৪০ জন (প্রায়)
- জিপিএস লোকেশন : 25°53.3′N 88°15.1′E
মসজিদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসমূহ
- সিলিং ফ্যান : ১০ টি
- বৈদ্যুতিক লাইট : ১৪ টি
- মাইক সেট : ০১ টি
- হর্ণ : ০২ টি
- কার্পেট : ০৯ টি
- বই রাখার সেলফ : ০২ টি
- ওজু করার আসন : ১২ টি
- বাথরুম : ০৩ টি
বাংলাদেশের খরা পীড়িত উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও-এর রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রাম মসজিদ সংলগ্নে প্রায় তিন হাজারের অধিক মানুষের বসবাস। মসজিদটি প্রায় ৬৫ বছর পুরনো। টিনের চালের বিভিন্ন অংশে ছিদ্র থাকায় বর্ষাকালে মসজিদের মেঝে পানিতে টইটুম্বুর হয়ে যেতো, আবার গ্রীষ্মকালে অসহনীয় দাবদাহের তীব্র গরম। যা নামাজ আদায়ে মুসল্লিদের অবর্ণণীয় কষ্ট ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তদুপরি মুসল্লির সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় স্থান সংকুলানেও সমস্যা হচ্ছিল। মসজিদের অজুখানা, টয়লেট ছিল ব্যবহারের অনুপযোগী। প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা পরোপকারী পরিবার- এপিপির পক্ষ থেকে অস্থায়ী কাঠামোর পুরনো মসজিদটিকে অযুখানা, শৌচাগার ও অন্যান্য সুযোগসুবিধা সম্বলিত একটি স্থায়ী মসজিদে রূপান্তর করা হয়েছে।