উত্তর লালাপুর বায়তুজ্জান্নাত জামে মসজিদ এপিপি-এম-২১-০১-০১-৪৪৬

 

 

মসজিদের বিবরণ

ঠিকানা: গ্রাম: উত্তর লালাপুর, ইউনিয়ন: ৫ নং দুওসও, উপজেলা: বালিয়াডাংগী, জেলা: ঠাকুরগাঁও।

  • জমির পরিমান : ১২ শতক
  • আয়তন : (৩৫০X ২৪’) = ৮৪০ বর্গফুট
  • মুসল্লী ধারণ ক্ষমতা : ১৮০ জন (প্রায়)
  • জিপিএস লোকেশন :  26°06’00 0″N 88°16’30.0°E

 

মসজিদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসমূহ

 

  • সিলিং ফ্যান : ১০ টি
  • বৈদ্যুতিক লাইট : ১৪ টি
  • মাইক সেট : ০১ টি
  • হর্ণ : ০২ টি
  • কার্পেট : ১২ টি
  • বই রাখার সেলফ : ০২ টি
  • ওজু করার আসন : ১২ টি
  • বাথরুম : ০৩ টি

 

 

স্থানীয় লোকজনের উদ্যোগে প্রায় দশ বছর পূর্বে টিন ও বাঁশের বেড়া দিয়ে অত্র মসজিদটি নির্মিত হয়। মসজিদের আশে-পাশে প্রায় দুই হাজার লোকের বসবাস রয়েছে। যার অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত আয়ের। দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদের টিনগুলোতে জং পড়ে যায়। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি মসজিদের ভিতরে প্রবেশ করে। যার ফলে মসজিদের কাঁচা পাকা মেঝে কর্দমাক্ত হয়ে পড়ে। দিন দিন মুসল্লি সংখ্যা বৃদ্ধি পেলে একপর্যায়ে  নামাজের পর্যাপ্ত স্থান সংকুলান হয় না। মসজিদটিতে অজু ও পবিত্রতা অর্জনের ব্যবস্থাও পরিপূর্ণ ছিল না। এমতাবস্থায় উল্লেখিত স্থানে আমরা পরোপকারী পরিবার (এপিপি)-এর উদ্যোগে ১০০ বর্গমিটারের একটি স্থায়ী মসজিদ ও অজুখানা নির্মাণ করা হয়েছে।