Description
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি মাহফুজা আক্তার সাদিয়া
পঞ্চম শ্রেণি
মাত্র চার বছর বয়সে সাদিয়া তার বাবাকে হারায়। তার বাবা মফিজুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। স্বল্প উপার্জনে অভাবের সংসার হলেও দুই কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে হাসিখুশি ভাবে দিন পার করতেন তিনি। কিন্তু সে হাসিখুশি দীর্ঘস্থায়ী হয় না মফিজুলের। হঠাৎ একদিন তীব্র জ্বরে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং চিকিৎসা চলাকালীন হাসপাতালে তার মৃত্যু হয়। মফিজুলের হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোঁক। তার ছোট ছোট দুই এতিম শিশুর অনাহারী মুখের দিকে তাকাতে যায় না এখন। মেয়েরা ছোট থেকে অত্যন্ত মেধাবী হওয়ায় তাঁদেরকে নিয়ে গগনচুম্বী স্বপ্ন ছিলো মফিজুলের স্ত্রী মাউন জারার। হঠাৎ যেন সবকিছু ফিকে হয়ে যায় তার। দুশ্চিন্তার বেড়াজালে বাধা পড়েন তিনি। কিভাবে সন্তানদের মুখে খাবার তুলে দেবেন, এবং কিভাবে সন্তানদের লেখাপড়া চালু রাখবেন এর উত্তর জানা নেই তার। কিছুদিন পর মেয়েদের স্কুলের ফিস এবং ড্রেস কিনতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। একপর্যায়ে সাদিয়ার লেখাপড়া বন্ধ হয়ে যায়। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য মানুষের দিকে চেয়ে থাকে মাউন জারা।
এমতাবস্থায় সাদিয়াকে এপিপির ইয়াতিম প্রতিপালন প্রকল্পের আওতাধীন করা হয়। যাবতীয় শিক্ষা উপকরণ ব্যবস্থা করে আবারও স্কুলে পাঠানো হয় সাদিয়াকে। এর পাশাপাশি তার জন্য গৃহশিক্ষকও নিযুক্ত করা হয়। এপিপির সহযোগিতায় দুবেলা খাবারের যোগান হয় সাদিয়ার পরিবারের। সন্তানদের মুখে নিয়মিত খাবার তুলে দিতে পেরে আনন্দ অশ্রু ঝরে মাউন জারার। তাই আসুন এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়াই, তাদের ভবিষ্যৎের পথ সুগম করতে আসুন যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠান: নামোশংকরবাটী আজিজিয়া কেরাতিয়া হাফেজিয়া ও নূরানি মাদরাসা
ব্যক্তিগত তথ্যাবলী
মাহফুজা আক্তার সাদিয়া
পিতা: মৃত মফিজুল
পিতার মৃত্যু: ২৬ মার্চ ২০১৭
মাতা: মোছা মাউন জেরা (গৃহিণী)
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ
Reviews
There are no reviews yet.