ঘর নির্মাণ
আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান কর
ইসলাম সর্বদা পরকালের ভাবনাকেই সর্বাগ্রে বিবেচনা করে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতের শস্যক্ষেত ও নেক আমলের চারণভূমি। তবে মানুষের জীবন যাপনের প্রয়োজনীয় উপকরণ যেমন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও জীবন ধারণের অন্যান্য উপাদানকে উপেক্ষা করেনি। বাসস্থান নির্মাণ করা মানুষের জীবন যাপনের অত্যাবশকীয় উপাদান। এ সম্পর্কে আল্লাহ বলেছেন, "আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান কর। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না"। [সূরা : আল্-কাসাস, ৭৭]
জীবনের মৌলিক উপাদান ও মানবিক চাহিদার বিবেচনায় শরিয়ত আবাসন নির্মাণে বিভিন্ন নীতিমালা নির্ধারণ করেছে। নির্দেশনা মেনে আবাসন প্রকল্পে ব্যয় করেও সওয়াব লাভ সম্ভব
Focus
Copyright© Amara paropakari paribara-2024