স্বাস্থ্য
স্বাস্থ্যই সকল সুখের মূল

স্বাস্থ্য হলো সুস্থতা বা রোগহীনতা। কারো শরীর যদি সুস্থ না থাকে, রোগমুক্ত না থাকে, তবে কোনো কিছুতেই তার সুখ হয় না। স্বাস্থ্য বা সুস্থতা এ কারণেই সকল সুখের মূল। শরীর ভালো থাকা, সুস্থ থাকা, নীরোগ থাকা তাই যে কোনো মানুষের জন্যই একান্ত প্রত্যাশিত ও অতীব গুরুত্বপূর্ণ।
আল্লাহপাক মানুষের সুস্থ থাকার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। হাদিসে কুদসীতে আছে, আল্লাহ বলেছেন, আমার কোনো কিছু চাওয়ার নেই; কিন্তু যদি চাইতে বলা হয়, আমি সুস্বাস্থ্য চাইতাম। এ থেকে বোঝা যায়, প্রত্যেকের সুস্থ থাকা বা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া কতটা প্রয়োজনীয় ও অপরিহার্য।