তকতার পোল পাঞ্জেগানা মসজিদ এপিপি-এম-২৩-০১-১১-৪৭৯

মসজিদের বিবরণ:

গ্রাম: দ: চরচান্দিয়া, ইউনিয়ন: ৬ নং চরচান্দিয়া, ডাকঘর: ভূঁইয়ারহাট, উপজেলা: সোনাগাজী, জেলা: ফেনী

  • জমির পরিমান : ১০ শতক
  • আয়তন : (২৮X ২০’) = ৫৬০ বর্গফুট
  • মুসল্লী ধারণ ক্ষমতা : ১৩০ জন (প্রায়)
  • জিপিএস লোকেশন    : 22°48′35.9′′ N 91°23′1′′E

মসজিদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসমূহ:

  • সিলিং ফ্যান : ১০টি
  • বৈদ্যুতিক লাইট : ১৫টি
  • মাইক সেট : ১টি
  • হর্ণ : ০২ টি
  • কার্পেট : ০৯ টি
  • বই রাখার সেলফ : ২ টি
  • ওজু করার আসন : ১২ টি
  • বাথরুম : ০২ টি

 

 

ফেনী জেলাস্থ উপজেলা সোনাগাজির দক্ষিণ চরচান্দিয়া গ্রাম। যেখানে প্রায় ১৪০০ লোকের বসবাস রয়েছে। যার অধিকাংশ দিনমজুর এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। গ্রামবাসীর সকলের সহযোগিতায় প্রাথমিক ভাবে ২০০০ সালে অত্র মসজিদটি টিনশেড দিয়ে নির্মিত হয়। একপর্যায়ে সংস্কারের অভাবে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ে। চারপাশের টিন ও ছাউনি পুরাতন হওয়ায় জং পড়ে ছিদ্র হয়ে যায়। বর্ষার মৌসুমে নামাজ আদায়ে অনুপযোগী হয়ে পড়লে এপিপি অত্র মসজিদটি পুনরায় স্থায়ী ভাবে নির্মাণ করে দেয়। যার ফলে এলাকাবাসী বর্তমানে স্বতঃস্ফূর্ত হয়ে নামাজ আদায় করছে। শিশু, কিশোর, যুবক, এবং বৃদ্ধসহ নানান পেশার সাধারণ মানুষদেরকে নিয়ে মসজিদে গড়ে উঠেছে ধর্মীয় জ্ঞান অর্জনের অন্যতম কেন্দ্র।