Description
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি আব্দুল ওয়াহিদ ফাহিম
চতুর্থ শ্রেণি
ফাহিমের নম্রতা এবং ভদ্রতা দেখে প্রতিবেশীরা সবসময় তাকে বুকে টেনে নেয়। লোকমুখে তাদের পরিবারের বেশ সুনাম। ফাহিমের বাবা আব্দুল বারী পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্বল্প উপার্জনে স্বপ্ন দেখতেন একদিন তার তিন সন্তান মানুষের মত মানুষ হবে। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিলো, কিন্তু হঠাৎ একদিন হুড়মুড় করে সকল স্বপ্ন ভেঙ্গে পড়ে ফাহিমের বাবার। তিনি গভীর রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুরো পরিবারটি শোকের মাতমে ভাসতে থাকে। তিন ছেলেকে নিয়ে মহাবিপদে পড়েন আকতারা বেগম। কিভাবে সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেবেন, কিভাবে তাদের লেখাপড়ার খরচ যোগান দেবেন এই দুশ্চিন্তায় একদমই ভেঙ্গে পড়েন তিনি। এমতাবস্থায় এপিপি মহানুভবতার পরিচয় দেয়। অসহায় এই পরিবারটির পাশে এসে দাঁড়ায় এপিপি। ফাহিমের লেখাপড়াসহ সকল দায় দায়িত্ব নিতে তাকে ইয়াতিম প্রতিপালন প্রকল্পের স্পন্সর করা হয়। আকতারা বেগমের দু-চোখে আনন্দ অশ্রু ঝরে, এই দুঃখের দিনে দুশ্চিন্তার অবসান ঘটিয়ে কেউ যে তাদের পাশে এসে দাঁড়াবে তিনি ভাবতেও পারেনি।
এতিম অসহায় এই শিশুদের প্রজন্ম আগামী দিনের রঙিন প্রজন্ম হয়ে উঠুক। আসুন তাদের পাশে এসে দাড়াই। তাদের জন্য সহযোগি, সহমর্মি, এবং অভিভাবক হয়ে তাদের কল্যাণে কাজ করি।
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠান: বাশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়
ব্যক্তিগত তথ্যাবলী
আব্দুল ওয়াহিদ ফাহিম
পিতা: মৃত আব্দুল বারি
পিতার মৃত্যু: ৩০ মে ২০২০
মাতা: মোছা আকতারা বেগম (গৃহিণী)
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ
Reviews
There are no reviews yet.