Description
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি রিয়াদ আলী
৬ষ্ঠ শ্রেনী
জন্মের বছর খানিক পরে বাবাকে হারান রিয়াদ। তার বাবা ইউসুফ আলী মৌসুমি ফলের ব্যবসায়ী ছিলেন। ফলসহ গাছ ক্রয় করতেন তিনি এবং পরবর্তীতে সেই ফল বিক্রি করে বেশ সুখে শান্তিতে পরিবারকে নিয়ে দিন কাটাতেন তিনি। ব্যবসায়িক কাজে হঠাৎ সেদিন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
স্বামী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া গাছের ফল দিয়ে কোনরকম দিন পার করতেন নুরনাহার বেগম, কিন্তু নিষ্ঠূর নির্দয় এক শ্রেণির মানুষেরা সেই গাছে আগুন দিয়ে সকল স্বপ্নকে দুঃস্বপ্ন করে তুলেছে। বাবা হারানো এতিম শিশুকে নিয়ে কি করবেন উপায় না পেয়ে নামমাত্র বেতনে স্থানীয় এক এনজিওতে যোগদান করেন রিয়াদের মা। যা দিয়ে তাদের খাবারের পুরোপুরি যোগানও হতোনা, যেন রিয়াদের লেখাপড়াও থমকে যাওয়ার উপক্রম।
অতঃপর এপিপি রিয়াদের স্পন্সর করার পাশাপাশি লেখাপড়ার দায়িত্ব নিলে তার মায়ের মুখে একরাশ হাসি ফোটে। লেখাপড়া ও খেলাধুলায় চৌকস রিয়াদ বড় হয়ে ডাক্তার হতে চাই। আসুন তার ডাক্তার হওয়ার কন্টকময় এই যাত্রাকে এগিয়ে নেই, সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠান: কচিকাঁচা বিদ্যা নিকেতন
ব্যক্তিগত তথ্যাবলী
মো: রিয়াদ আলী
পিতা: মৃত ইউসুফ আলী
পিতার মৃত্যু: ৩০ আগস্ট ২০১৪
মাতা: নুরনাহার বেগম (গৃহিণী)
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
Reviews
There are no reviews yet.