ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চাপাতি কোণপাড়া গ্রামে পাকা রাস্তা সংলগ্ন জামে মসজিদটি প্রায় ৫ বছর আগে নির্মিত হয়। গ্রামের মধ্যবর্তী স্থানে মসজিদের অবস্থান হওয়ায় মুসুল্লির সংখ্যা বেশি। মসজিদের আশে-পাশে প্রায় এক হাজার পাঁচশত লোকের বসবাস। মসজিদ সংলগ্ন ছোট বাজা্রে বেশ কিছু লোকজনের সমাগম হয়। মসজিদটি টিন দিয়ে নির্মিত হওয়ায় গরমের মৌসুমে অধিকতর উষ্ণতার জন্য মসল্লিদের নামাজে অনেক বেশি কষ্ট হয়। স্থানীয় লোকজনের আর্থিক সঙ্কটের কারনে স্থায়ী ভাবে একটি পাকা মসজিদ করা সম্ভব হচ্ছে না। পূর্বের তুলনায় মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়ায় নামাজের সময় স্থান সংকুলানও হচ্ছে না। অজুখানা ও পবিত্রতা অর্জনের জন্য টয়লেট ও প্রস্রাবখানা পর্যাপ্ত নয়। ১০০ বর্গমিটারের একটি স্থায়ী মসজিদ ও অজুখানা নির্মাণ হয়ে গেলে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে ও স্থানীয় মুসল্লিরা স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারবেন।