পানটি জোয়ার্দারপাড়া জামে মসজিদ এপিপি-এম-২১-০১-০৭-৪৫৯

মসজিদের বিবরণ:

গ্রাম: পানটি, ইউনিয়ন: পানটি, ডাকঘর: পানটি, উপজেলা: কুমারখালী জেলা: কুষ্টিয়া

  • জমির পরিমান : ০৬ শতক
  • আয়তন : (৩০X ৪০’) =১২০০ বর্গফুট
  • মুসল্লী ধারণ ক্ষমতা : ২০০ জন (প্রায়)

মসজিদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসমূহ

  • সিলিং ফ্যান : ১৬টি
  • বৈদ্যুতিক লাইট : ১৫টি
  • মাইক সেট : ১টি
  • হর্ণ : ০২ টি
  • কার্পেট : ১০ টি
  • বই রাখার সেলফ : ২ টি
  • ওজু করার আসন : ১০ টি
  • বাথরুম : ০২ টি

কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার প্রত্যন্ত গ্রাম পানটি। যেখানে প্রায় চার হাজার লোকের বসবাস রয়েছে। ধর্মপ্রাণ মুসলিম গ্রামবাসীর প্রচেষ্টায় ১৯৫০ সালে অত্র মসজিদটি প্রথমিক ভাবে নির্মিত হয়। এলাকার খেঁটে খাওয়া সাধারণ মানুষের সামর্থ্য না থাকায় অত্র মসজিদটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিলো। এখানে ছিলো না কোন স্বাস্থ্যকর টয়লেট ও অজুখানা। এমতাবস্থায় মুসুল্লিদের কষ্ট লাঘবে জরাজীর্ণ এই মসজিদটি এপিপির পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হয়। যার ফলে এলাকাবাসীর জন্য নামাজ আদায় সহজতর হয়েছে। অজুখানা সহ স্থায়ী এই মসজিদটির আয়তন ২২০০ বর্গফুট। আলহামদুলিল্লাহ্‌, নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার অন্যতম প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে মসজিদটি।