আব্দুল কাদের জোমাদ্দার বাড়ী জামে মসজিদ এপিপি-এম-২১-০১-০৬-৪৫৮

মসজিদের বিবরণ

গ্রাম: দক্ষিণ পাংগাশিয়া, ইউনিয়ন: ১নং পাংগাশিয়া, ডাকঘর: পাংগাশিয়া, উপজেলা: দুমকি, জেলা:পটুয়াখালী

  • জমির পরিমান : ০৫ শতক
  • আয়তন : (২৮X ২৩’) = ৬৪৪ বর্গফুট
  • মুসল্লী ধারণ ক্ষমতা : ১৫০ জন (প্রায়)

মসজিদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসমূহ

  • সিলিং ফ্যান : ১০ টি
  • বৈদ্যুতিক লাইট : ১৪ টি
  • মাইক সেট : ০১ টি
  • হর্ণ : ০২ টি
  • কার্পেট : ০৯ টি
  • বই রাখার সেলফ : ০২ টি
  • ওজু করার আসন : ১২ টি
  • বাথরুম : ০৩ টি

দক্ষিণ পাংগাশিয়া গ্রামে প্রায় দুই হাজার লোকের বসবাস রয়েছে। গ্রামবাসীর উদ্যোগে অত্র মসজিদটি প্রাথমিক ভাবে টিন দিয়ে নির্মিত হয়। সামান্য বৃষ্টিতে মসজিদের অভ্যন্তরে পানি প্রবেশ করায় মসজিদের কাঁচা মেঝে এবং বারান্দা নামাজ আদায়ে অনুপযোগী হয়ে যেত। মসজিদটিতে ছিলো না অজু ও পবিত্রতা অর্জনের তেমন কোন স্বাস্থ্যকর ব্যবস্থা। অতঃপর আমরা পরোপকারি পরিবার-এপিপি জরাজীর্ণ এই মসজিদটিকে ১০০ বর্গমিটারের একটি স্থায়ী মসজিদে রূপান্তর করেছে। যার ফলে ধর্মপ্রাণ গ্রামবাসীর এখন আর নামাজ আদায় করতে কোন কষ্ট নেই। মসজিদটি বর্তমানে গ্রামবাসীদের নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।